বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আয়ারল্যান্ডে কন্টেইনার থেকে ১৬ জনকে জীবিত উদ্ধার

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:২০

আয়ারল্যান্ডে একটি ফেরির মধ্যে থাকা কন্টেইনার থেকে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাত্রীবাহি ফেরিটি ফ্রান্সের চেরবার্গ বন্দর থেকে যাত্রা শুরু করে আয়ারল্যান্ডের রসলে বন্দরে আসছিলো। এসময় কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করে। ফেরিটির অপারেটর স্টেনা লাইন এর বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

স্টেনা লাইন বলেন, ফেরি কর্তৃপক্ষ নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার তল্লাশি চালায়। এসময় একটি আবদ্ধ কন্টেইনার থেকে ১৬ জনকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃতদের সবাই সুস্থ আছেন। ব্যাপারটি রসলে বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

উদ্ধারকৃতরা কোন দেশের নাগরিক সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

এদিকে ফেরিটির গন্তব্যস্থল  আয়ারল্যান্ডের রসলে বন্দরে সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। ফেরিটি স্থানীয় সময় বিকেলে বন্দরে পোঁছার কথা রয়েছে। 

আরও পড়ুন: নন-ক্যাডার পদে নিয়োগ পাচ্ছেন চিকিৎসকরা 

এর আগে গত মঙ্গলবার নেদারল্যান্ড কর্তৃপক্ষ ব্রিটেনগামী পণ্যবাহী ফেরি থেকে ২৫ জন অভিবাসীকে উদ্ধার করে।

তাছাড়া চলতি বছরের ২৩ অক্টোবর লন্ডনের অ্যাসেক্সে একটি কন্টেইনার থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। তারা সবাই ভিয়েতনামের অধিবাসী বলে ধারণা করা হচ্ছে। 

ইত্তেফাক/এসইউ