বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পদত্যাগ করছেন ইরাকের প্রধানমন্ত্রী

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২৩:২৬

অবশেষে সরকারবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি জানান, দেশটির সংসদের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। 

এর আগে শুক্রবারের খুতবায় দেশটির শিয়াদের ধর্মীয় গুরু আয়াতুল্লাহ আলি আল সিসতানি প্রধানমন্ত্রী পরিবর্তনের বিষয়ে বিবেচনা করার জন্য সংসদের প্রতি আহবান জানান। এর এক ঘণ্টার মধ্যেই পদত্যাগের কথা জানান আদেল আব্দুল-মাহদি। 

তিনি বলেন, ‘তার আহবান এবং যত দ্রুত সম্ভব সেটি বাস্তবায়নে বর্তমান সরকারের প্রধান হিসেবে আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আমি সংসদে আবেদন জানাবো।’ 

২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ৭৭ বছর বয়স্ক মাহদি। ক্ষমতায় আসার এক বছরের মাথায়ই বেকারত্ব, দুর্নীতি ও সরকারি সেবার দুরবস্থার কারণে জনঅসন্তোষে পড়তে হয় তার সরকারকে। 

 দেশজুড়ে শুরু হয় সরকারবিরোধী আন্দোলন, যা পরে সহিংসতায় রূপ নেয়। 

এ নিয়ে অক্টোবরের প্রথম দিন থেকে এখন পর্যন্ত সরকারবিরোধী বিক্ষোভে ৪০০ জন প্রাণ হারিয়েছেন। সূত্র: ডয়চে ভেলে, রয়টার্স। 

ইত্তেফাক/এসআর