শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফিলিপাইনে ‘কামমুড়ি’র আঘাত, সরানো হল ৩ লাখ মানুষ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১২:১৮

তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাত নিয়ে ফিলিপাইনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন কামমুড়ি। এর জেরে দেশটির ৩ লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ম্যানিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় সোমবার রাত নাগাদ ঝড়টি আঘাত হানে। 

আবহাওয়াবিদরা বলছেন, কামমুড়ি এখনো শক্তিশালী আছে যার বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৫ কিমি থেকে সর্বোচ্চ ২৩৫ হতে পারে।  

ফিলিপাইনের ন্যাশনাল ডিজাস্টার এজেন্সি অফিসার লুইসিতো মেন্ডোজা বলেন, আমরা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করছি। তবে দেখে মনে হচ্ছে এটির পরিমাপ অনেক। 

এছাড়া তিনি বলেন, অনেক জায়গায় কামমুড়ির আঘাতে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়েছে, এবং এক জায়গায় পানির ঢেউ ছাদ পর্যন্ত পৌঁছেছে। 

 

খবরে বলা হয়েছে ঝড়ে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ফিলিপাইনের ন্যাশনাল ডিজাস্টার এজেন্সির মুখপত্র মার্ক টিম্বল আশা প্রকাশ করে জানান, এই ঝড়ে সেরকম কোনো ক্ষতি হবে না। সতর্কতামূলক হিসেবে বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

ঝড়ের কারণে দেশটিতে এসএ গেমসের বেশ কয়েকটি ইভেন্ট বাতিল বা নতুনভাবে সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সূত্র: এনডিটিভি, সিএনএন।  

ইত্তেফাক/এসআর