মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সোমালিয়ায় হোটেলে হামলা, নিহত ৫

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৪

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর এক হোটেলে উগ্রপন্থীদের হামলায় পাঁচজন নিহত হয়েছে। পুলিশ বুধবার এ কথা জানিয়ে বলেছে, নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক ও দু’জন নিরাপত্তা বাহিনীর সদস্য। হামলার দায় স্বীকার করেছে শাবাব নামন জঙ্গি গোষ্ঠি।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ধ্যার এ হামলায় অংশ নেয়া পাঁচ উগ্রপন্থী ‘জিহাদি’র সকলেই প্রাণ হারিয়েছে। শাবাব জঙ্গি গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী এসওয়াইএল হোটেলে চালানো এ সন্ত্রাসী হামলা সাহসিকতার সঙ্গে মুকাবিলা করে এবং তার অবসান ঘটায়। এছাড়া হামলার সময় হোটেলে অবস্থান করা সরকারি কর্মকর্তাসহ ৮০ জনেরও বেশি বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে।

অনলাইনে মঙ্গলবার পোস্ট করা আল শাবাবের বিবৃতিতে বলা হয়েছে, পরিকল্পনা মোতাবেক তারা একটি অভিযান চালিয়েছে। বিবৃতিতে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি। বাসস।

ইত্তেফাক/আর