শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এনআরসি ও সিএবির বিরুদ্ধে গণআন্দোলনের ডাক মমতার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৮:১৫

ভারতে জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) এবং নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) বিরুদ্ধে গণ-আন্দোলোনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছাড়া সব রাজনৈতিক দল সংগঠনসহ সাধারণ মানুষকে আগামী সোমবার থেকে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন স্থানে বিশাল মিছিলে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি

 

ইন্ডিয়ান এক্সপ্রেসপত্রিকা জানিয়েছে, সোমবার বেলা ১টায় আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে শেষ হবে জোড়াসাঁকোতে মঙ্গলবার মিছিল শুরু হবে দক্ষিণ কলকাতায় যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে এবং শেষ হবে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে বুধবার জেলায় জালেয় হবে মিছিল

 

শুক্রবার দিঘায় মমতা বলেন, ‘কোনো এনআরসি নয়, কোনো ক্যাব নয় আইন পাশ হলেও আমাদের সরকার তা কার্যকর করবে না সবাইকে বলছি, ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করুন সব রাজ্যে গণ আন্দোলন করুন বাংলাতেও গণ আন্দোলন গড়ে তুলুন

আরো পড়ুন : কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড : একই মালিকের ২ কারখানা সিলগালা

মমতার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং কেরালার মুখ্যমন্ত্রীও যে কোনও মূল্যে নাগরিকত্ব বিল তাদের রাজ্যে আটকানো হবে বলে জানিয়েছেন তারা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমারিন্দর সিং বলেছেন, 'এই বিল অসাংবিধানিক পাঞ্জাবে এই বিল আটকাতে প্রয়োজনে আইন পাস করা হবে

 

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও বলেছেন, ‘সংবিধানের দেওয়া অধিকার খর্বকারী নাগরিকত্ব সংশোধনী বিল কোনওমতেই কেরালা সরকার কার্যকর করতে দেবে না

 

 


ইত্তেফাক/ইউবি