শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সংস্কৃতে কথা বললে ডায়াবেটিস থেকে মুক্তি: বিজেপি এমপি 

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ০৭:১৮

চিনি খাওয়া বন্ধ? ডায়াবেটিস? ইনসুলিনে জেরবার? সব সমস্যার এক দুরন্ত সমাধান হাজির করেছেন ভারতের বিজেপি এমপি গণেশ সিং। বৃহস্পতিবার তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শিক্ষা প্রতিষ্ঠানের করা গবেষণা অনুসারে প্রতিদিন সংস্কৃত ভাষা বললে স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বেড়ে যায়! যার ফলে ডায়াবেটিস এবং কোলেস্টেরলের মতো রোগের উপশম ঘটে। 

সংস্কৃত বিশ্ববিদ্যালয় বিলের বিষয়ক একটি বিতর্কে অংশগ্রহণ করে তিনি আরো দাবি করেন যে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নাকি এক গবেষণায় জানিয়েছে যদি কম্পিউটার প্রোগ্রামিং সংস্কৃত ভাষায় করা হয় তবে তা ত্রুটিমুক্ত হবে। 

গণেশ সিং আরো বলেন, কয়েকটি ইসলামিক ভাষাসহ বিশ্বের প্রায় ৯৭ শতাংশেরও বেশি ভাষা সংস্কৃতের উপর ভিত্তি করেই নির্মিত হয়েছে।  -এনডিটিভি

ইত্তেফাক/এসআর