শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মহাকাশ থেকে রাতের পৃথিবী দেখতে কেমন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:০০

রাতে ইলেকট্রিক বাল্বের বিকল্প নেই। সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে এর ব্যবহার বেড়েই চলছে। বাল্বের আলো রাতেই সব চেয়ে বেশি উপভোগ করা যায়। ১৪০ বছর আগে বাল্ব আবিষ্কারের পর থেকে মানুষ কীভাবে রাতের পৃথিবীকে সাজিয়ে তুলেছে তা ক্যামেরা বন্দি করেছে নাসা। পরে ই-বই আকারে প্রকাশ করেছে সংস্থাটি।

বিভিন্ন প্রান্তে রাতের বেলায় যখন রং-বেরং এর আলো জ্বলে তখন মহাকাশ থেকে অবাক লাগে এই পৃথিবীকে। রাতের পৃথিবীর দৃশ্য মহাকাশ থেকে ক্যামেরা বন্দি করেছে নাসা। সম্প্রতি সেই ছবি সম্বলিত ২০০ পাতার ‘আর্থ অ্যাট নাইট’ (ই-বুক) নামে একটি বই প্রকাশ করেছে তারা।

নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘১৪০ বছর আগে বাল্ব আবিষ্কারের পর থেকে মানুষ কীভাবে সাজিয়ে তুলেছে রাতের পৃথিবীকে তা রয়েছে এই বইতে। সঙ্গে দুর্লভ ছবি।’ নাসার তথ্য অনুসারে ২০০ পাতার এই বইতে রয়েছে ১৫০টিরও বেশি ছবি। ২৫ বছর ধরে ছবিগুলি তোলা হয়। প্রতিটি ছবির সঙ্গে রয়েছে ব্যাখ্যাও।

ইত্তেফাক/আরকেজি