তালেবান পন্থি নিরাপত্তা সদস্যের গুলিতে অপর ২৩ সদস্য নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশে তালেবান পন্থি সাত নিরাপত্তা বাহিনীর সদস্যের গুলিতে অপর ২৩ সদস্য নিহত হয়েছেন। প্রাদেশিক পরিষদের প্রধান নাসির আহমেদ ফকিরি এ কথা নিশ্চিত করেছেন। খবর সিনহুয়া’র
তিনি আরো বলেন, কারবাগ জেলার একটি চেক পয়েন্টে শনিবার তালেবানের পোশাকে সজ্জিত নিরাপত্তা বাহিনীর স্থানীয় সাত সদস্য নিজ বাহিনীর অপর সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এ সময়ে তারা ঘুমাচ্ছিলেন। হামলায় ঘটনাস্থলেই ২৩ জন প্রাণ হারায়। হামলাকারীরা তাদের অস্ত্র নিয়ে পালিয়ে যায়।
কারাবাগ জেলা প্রধান হাবীবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, লিওয়ানা বাজার এলাকায় হামলার ঘটনাটি ঘটে। হামলায় আরো দু’জন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে ২শ’ বিলিয়ন ডলারের পণ্য কিনবে চীন
তবে, পুলিশ এ বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি।
কিন্তু তালেবানের পক্ষে কথা বলার দাবি করে জাবিউল্লাহ মাজাহিদ সংবাদ মাধ্যমকে এ হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, এতে ৩২ সৈন্য নিহত হয়েছে।-বাসস
ইত্তেফাক/এসইউ