বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘নাগরিকত্ব আইন না মানলে উত্তর কোরিয়া চলে যাও’

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৪:০৯

ভারতে নাগরিকত্ব আইন নিয়ে চলছে তীব্র আন্দোলন। বিষয়টি নিয়ে এমনিতেই বিপর্যস্ত বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন তার রাজ্যে কখনও নাগরিকত্ব আইন পাশ হবে না। এরই মধ্যে রাজ্যটি সাবেক বিজেপি সভাপতি তথাগত রায় যেন বোমা বিস্ফোরণ করলেন। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি এক টুইট বার্তায় বলেন, ‘গণতন্ত্র দ্বিমত থাকবেই, বিষয়টি না মানতে পারলে উত্তর কোরিয়া চলে যাও।’

নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে কলকাতা, আসামসহ ভারতের বেশ কিছু অঞ্চলে আগুন জ্বলছে। এর মধ্যে পশ্চিম বঙ্গে ট্রেনে অগুণ লাগিয়ে দেয়া হয়েছে। আসাম, মেঘালয়সহ বেশ কিছু স্থানে কারফিউ জারি করেও আন্দোলন বন্ধ করা যাচ্ছে না। মাঠ পর্যায়ে সেনা সদস্যদের টহলকে উপেক্ষা করেই চলছে আন্দোলন। জ্বলতে থাকা সেই আন্দোলনে যেন বারুদ ঢেলে দেয়া মেঘালয়ের গভর্নরের দায়িত্বে থাকা তথাগত রায়ের টুইট। তার এই টুইটকে কেন্দ্র করে মেঘালয় গভর্নর অফিসে ঢোকার চেষ্টা করে আন্দোলনকারীরা। এ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনকারীদের লাঠিচার্জ করে পুলিশ।

তথাগত রায়ের পূর্ণ টুইটে বলা হয়, ‘এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি তাতে দুটো বিষয় ভুললে চলবে না। প্রথমত ধর্মের নামে দেশ ভাগ করা হয়েছিল। আর দ্বিতীয়ত, গণতন্ত্র মানেই তো বিভাজনকারী। তা না মানলে উত্তর কোরিয়ায় চলে যাও।’

উত্তর কোরিয়া তার সর্বোচ্চ নেতা কিম জং উনের একক নেতৃত্বে পরিচালিত হয়। সেখানে গণতন্ত্র চর্চা করা হয়। বর্তমান বিশ্বে একনায়কতান্ত্রিক শাসনের সবচেয় উল্লেখযোগ্য দৃষ্টান্ত উত্তর কোরিয়া। এনডিটিভি।

ইত্তেফাক/আরএ