বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাখায় প্যান্ট জড়িয়ে হেলিকপ্টার বিধ্বস্ত!

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৬:১৮

নিউজিল্যান্ডে অক্টোবর মাসের ঘটা ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনার কারণ হিসেবে পাখায় প্যান্ট জড়িয়ে যাওয়ার কথা বলছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার কর্মকর্তারা জানান, কেবিন থেকে উড়ে আসা প্যান্ট হেলিকপ্টারের পাখায় জড়িয়ে গেলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

সড়ক দুর্ঘটনা তদন্ত কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাউথ আইল্যান্ডের পর্যটন নগরী ওয়ানাকার কাছে ওই দুর্ঘটনায় তিন জন প্রাণ হারিয়েছে। কমিশন জানায়, কেবিন থেকে উড়ে আসা এক জোড়া প্যান্ট হেলিকপ্টারের পাখায় জড়িয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

গত ১৮ অক্টোবর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে পাইলট নিক ওয়ালিস ও সংরক্ষণ বিভাগের দুই কর্মী নিহত হয়।

ওই ঘটনার মাত্র কয়েক মাস আগে পাইলটের ভাই ম্যাট ওয়ালিস ওই এলাকায়ই হেলিকপ্টার চালানোর সময় নিহত হন।

আরও পড়ুনঃ সিইসি আমার অস্তিত্বে আঘাত এনেছেন: মাহবুব তালুকদার

বৃহস্পতিবার কমিশন ওই দুর্ঘটনার ওপরও প্রতিবেদন প্রকাশ করে। এতেও দেখা গেছে মাঝ আকাশে হেলিকপ্টারের প্রধান প্রপেলার বিকল হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।

ইত্তেফাক/টিএস