শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফের মার্কিন সেনা অবস্থানে রকেট হামলা 

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০৯:০৮

মার্কিন সেনা অবস্থান করে এমন ইরাকি সেনা ঘাঁটিতে ফের রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কী পরিমাণে হতাহতের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।   

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইরাকের রাজধানী বাগদাদের তাজি সেনা ক্যাম্পে রকেট হামলা চালানো হয়। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। 

বাগদাদ থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থিত ঐ ঘাঁটিতে বহু সংখ্যক মার্কিন ও বিদেশি সেনাদের অবস্থান ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক আর্মি ক্যাপ্টেন আনাদোলু'কে জানান, অন্তত দুইটি কাত্যুশা রকেট এই ঘাঁটিতে আঘাত হানে।   

এর আগে গত রবিবার আল বালাদ ঘাঁটিতে ৮ টি কাত্যুশা রকেট দিয়ে হামলা চালানো হয়। ঐ হামলায় বেশ কয়েক জন ইরাকিসেনা আহত হন।  

৩ জানুয়ারি বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায়  নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানি। এর জবাবে গত ৮ জানুয়ারি ইরাকের ইরবিল ও আইন আল-আসাদে অবস্থিত দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।

এর পর থেকে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছে।  

ইত্তেফাক/এসআর