শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তাইওয়ান নিয়ে চীনকে পুনরায় ভাবার আহ্বান

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১২:১১

তাইওয়ানকে নিয়ে প্রণীত নীতিমালা পুনরায় ভাবার জন্য চীনের প্রতি আহবান জানিয়েছে তাইওয়ানি প্রেসিডেন্ট সাই ইং-ওয়ে। বুধবার সাংবাদিকদের এমনটি জানান তিনি। খবর আল জাজিরা'র ।

এসময় সাই ইং-ওয়ে বলেন, আমরা আশা করি চীন তাইওয়ানি জনগণ নির্বাচনে যে রায় দিয়েছে সেটি বুঝতে পারবে এবং তাদের নীতি পুনরায় বিবেচনা করবে। 

চীন তাইওয়ানকে তার বিচ্ছিন্ন অংশ হিসেবে দেখে। তাইওয়ান স্বাধীনতা ঘোষণার চেষ্টা করলে জোর করে হলেও অঞ্চলটিকে নিজেদের করে নেয়ারও হুমকি দিয়ে রেখেছে বেইজিং। 

এদিকে বুধবার চীনের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র জানান, বেইজিং তাইওয়ানে নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে যে নীতি প্রণয়ন করেছে তা থেকে সরবেনা । 

গত ১১ জানুয়ারি তাইওয়ানের নির্বাচনে জয় পেয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হলেন সাই ইং ওয়েন।  সাইয়ের দল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) চীন বিরোধী হিসেবে পরিচিত।ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)  দলটি চীন বিরোধী হিসেবেই পরিচিত। 

ইত্তেফাক/এআর