বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রে ত্রুটিপূর্ণ বিমানের জ্বালানি পড়ল স্কুলে, আহত ৬০

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৪:০০

মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলস বিমান বন্দরের কাছে অবস্থিত একটি বিদ্যালয়ে বিমানের জ্বালানি পড়ে কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। মঙ্গলবারের এই ঘটনায় আহতদের মধ্যে বিদ্যালয়টির শিক্ষার্থী এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তিও রয়েছে। তবে আহতরা সবাই শঙ্কামুক্ত এবং কাউকেই হাসপাতালে নেয়ার প্রয়োজন হয়নি বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষ। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ডেল্টা ফ্লাইট ৮৯ নামের বিমানটি লস অ্যাঞ্জেলস থেকে সাংহাই যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটির জ্বালানি পার্ক এভিনিউ এলেমেন্টারি বিদ্যালয়ের মাঠে পড়ে। পরে বিমানটিকে আবার বিমানবন্দরে ফিরিয়ে নেয়া হয়। 

আহত হওয়া অনেকেই জানায়, বিমানটির জ্বালানি গায়ে লাগার পর অনেকেরই চুলকানি হচ্ছিল এবং শ্বাস প্রশ্বাস নিতে তাদের কষ্ট হচ্ছিল। 

এদিকে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির যান্ত্রিক ত্রুটি এবং তেল পড়ার ঘটনার তদন্ত করা হচ্ছে। 

ইত্তেফাক/এআর