বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আমাজন ধ্বংসের পরিমাণ বেড়েছে ৮৫ শতাংশ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৪:২৫

ব্রাজিলের উত্তরাঞ্চলে অবস্থিত আমাজন বন উজাড় প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আগের বছরের তুলনায় ২০১৯ সালে এ বনভূমির নিধন ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সরকারি উপাত্য থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ জানায়, ২০১৯ সালে ৯ হাজার ১৬৬ বর্গ কিলোমিটার বনভূমি উজাড় করা হয়েছে। যা গত পাঁচ বছরের মধ্যে ছিল সর্বোচ্চ পরিমাণ।২০১৮ সালে ৪ হাজার ৯৪৬ বর্গ কিলোমিটার আমাজনের বনভূমি নিধন হয়েছিল। 

গত বছর আমাজন অববাহিকার বিস্তৃত এলাকা দাবানলে পুড়ে যাওয়ার পর এ তথ্য প্রকাশ করা হলো। এ দাবানলের ঘটনায় বিশ্বব্যাপী সমালোচনা হয়। 

ইত্তেফাক/ এআর