শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্পেনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১ 

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৫:২৮

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলে মঙ্গলবার একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ও আগুনে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন আরও ৮ জন। এছাড়া এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন একজন। দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ একথা জানায়।  

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আইকিউওএক্সই নামের এ কারখানায় বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

স্পেনের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জোর দিয়ে জানিয়েছে, এতে বিষাক্ত কোন পদার্থ আশপাশের এলাকায় সনাক্ত করা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকল কর্মীদের পাঠানো হয়েছে। তারা জানায়, ইথিলিন অক্সাইড ট্যাঙ্ক থেকে আগুনের সূত্রপাত ঘটে।

জরুরি সেবা সংস্থা জানায়, টরাগোনার শহর লা কাননজায় বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ায় আটজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।

ভিডিও ফুটেজে কারখানাটি থেকে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে। বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, নিহত ব্যক্তি বিস্ফোরণে বিধ্বস্ত পাশের একটি বাড়িতে ছিল। নিখোঁজ ব্যক্তি কারখানাটির কর্মী। 

আরও পড়ুন: মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার রায় ২৩ জানুয়ারি 

স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কাতালান কর্তৃপক্ষকে ‘প্রয়োজনীয় সহযোগিতার’ প্রস্তাব দিয়েছে। এএফপি। 

ইত্তেফাক/এসআর