শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ট্রাম্পের ফাঁসি চান মার্কিন সাংবাদিক 

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২৩:৫৩

ইরানের আল কুদস বাহিনীর সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সরকারের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের প্রাণদণ্ড হওয়া উচিত। মার্কিন লেখক, সাংবাদিক এবং রেডিও উপস্থাপক কেভিন ব্যারেট এই দাবি করেছেন।

ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে এ দাবি জানিয়ে কেভিন ব্যারেট বলেন, মিথ্যা এবং অসত্য দাবির ওপর ভিত্তি করে  সোলাইমানিকে হত্যা করা হয়েছে।   

তিনি এই ঘটনাকে শুধু হত্যাকাণ্ড নয় বরং যুদ্ধাপরাধ বলেও উল্লেখ করে বলেন, একে পুরোপুরি অবৈধই বলতে হবে।

ইসলামিক এবং আরবি স্টাডিজের ওপর পিএইচডি ডিগ্রি অর্জনকারী ব্যারেট দৃঢ়তার সঙ্গে বলেন, আমেরিকায় এখনও খুনিদের প্রাণদণ্ড কার্যকর করা হয় তাই ট্রাম্প এবং তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ এ অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের সবার প্রাণদণ্ড হওয়া উচিত।

কেভিন ব্যারেট 

গত ৩ জানিয়ারি ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলা চালিয়ে সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। সোলাইমানিকে হত্যা করার কারণ হিসেবে ট্রাম্প বলেন, অনেক আমেরিকানকে মেরে ফেলেছে সোলাইমানি।  বিশ্বের এক নম্বর সন্ত্রাসী সে। তাই আমরা তাকে খতম করেছি। 

ইত্তেফাক/এসআর