বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীনে ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০১:১৪

গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পড়েছে চীন। ২০১৯ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১ শতাংশ। গত ২৯ বছরের মধ্যে এটিই সবচেয়ে কম প্রবৃদ্ধি চীনের।

অভ্যন্তরীণ চাহিদা কমার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধের নেতিবাচক প্রভাবে দেশটির প্রবৃদ্ধির এই হাল।

প্রবৃদ্ধি বাড়ানোর প্রয়াসে সরকার গত দুই বছর ধরেই নানা ব্যবস্থা নিয়েছে। দেশটির ব্যাংকগুলো ঋণ নিতে উত্সাহিত করেছে গ্রাহকদের। বিশেষ করে ক্ষুদ্র ক্ষুদ্র কোম্পানিকে ওঠাতে চাইছে সরকার।

গত বছর স্থানীয় মুদ্রায় ঋণের পরিমাণ ছিল রেকর্ড ২ দশমিক ৪৪ ট্রিলিয়ন। তবে সমস্যা হচ্ছে বিনিয়োগও কমে গেছে রেকর্ড পরিমাণ। -বিবিসি

ইত্তেফাক/এসআর