বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

২৫০ কেজি ওজনের আইএস ইমাম গ্রেপ্তার, বহনে লাগলো ট্রাক 

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৩:২৯

ইসলামিক স্টেটের (আইএস) ২৫০ কেজি ওজনের স্থূলকায় এক জঙ্গি ইমামকে গ্রেপ্তার করেছে ইরাকি বাহিনীর সোয়াত টিম। আইএসের শীর্ষ পর্যায়ের এই নেতাকে আটক করে একরকম বেকায়দায় পড়ে সোয়াত টিম।     

নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ইরাকের উত্তরাঞ্চলীয় শহর থেকে ‘জাব্বা দ্য জিহাদি’ নামে পরিচিত এই জঙ্গিকে আটকের পর পুলিশের গাড়িতে ঢোকানো যায়নি। পরবর্তীতে বাধ্য হয়ে তাকে একটি পিক আপ ট্রাকে নিয়ে যাওয়া হয়।    

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হাস্যরসের সৃষ্টি হয়।  

আইএসের শীর্ষ পর্যায়ের স্থূলকায় এই জঙ্গি নেতা আবু আব্দুল বারি নামেও পরিচিত। ইরাকি বাহিনী জানিয়েছে, আইএসের প্রতি আনুগত্য জানাতে অস্বীকার করা মুসলিম ইমামদের হত্যা করতে এই নেতা ফতোয়া দিতেন।    

ইত্তেফাক/এসআর