মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইরানের পরমাণু অস্ত্র তৈরির গোপনীয় চিঠি ফাঁস

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৬:৩০

ইরানের পরমাণু অস্ত্র তৈরি সম্পর্কিত একটি গোপনীয় চিঠি ফাঁস হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল এই চিঠি ফাঁস করেছে। চিঠিটি ফাঁস করে তারা দাবি করেছে, ২০০২ সাল পর্যন্ত ইরান পারমানবিক অস্ত্র তৈরির চেষ্টা করছিল। গতকাল ১৮ জানুয়ারি চিঠিটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি।
 
প্রতিবেদনে বলা হয়, ওই চিঠিটি ২০০২ সালের ২৮ নভেম্বর লেখা। চিঠিতে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিউক্লিয়ার ওয়ারহেডের উপযুক্ত প্যারামিটারে নিউক্লিয়ার প্রস্তুতের অনুরোধ করেছেন। 

চিঠির উপরের বাম কোণে ইরানের পারমাণবিক বিজ্ঞান বিভাগের প্রধান মোশেন ফখরিজাদেহের একটি নোট লেখা রয়েছে। এতে তিনি লিখেছেন, ‘আলাহর নামে, বর্তমান প্রক্রিয়াটি চলমান আছে, দয়া করে চিঠির মূল কপিটি সংরক্ষণ করে রাখুন, ফখরিজাদেহ।’ 

২০১৮ সালে তেহরানে এক অভিযানে ইসরাইলের এজেন্টরা চিঠিটি উদ্ধার করেছিলেন বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।  

আরও পড়ুন: সোলাইমানি হত্যার নাটকীয় বর্ণনা দিলেন ট্রাম্প

ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রকাশিত চিঠির বিষয়ে ইরান কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

ইত্তেফাক/এসইউ