বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীনের নাগরিকদের ‘থার্মাল স্ক্যানিং’ করবে ভারত

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২০:০৮

চীন থেকে ছড়িয়ে পড়া নতুন ভাইরাস ঘিরে ভারতে ক্রমেই বাড়ছে আতঙ্ক। এ জন্য ভারতের বিমানবন্দরগুলোতে চীন থেকে আসা ব্যক্তিদের পরীক্ষা করে দেখা হচ্ছে। 

এনডিটিভির খবরে বলা হয়, প্রাথমিকভাবে দিল্লি, মুম্বাই ও কলকাতা বিমানবন্দরে ‘থার্মাল স্ক্যানিং’ সরঞ্জাম স্থাপন করতে বলা হয়েছে। এছাড়া চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও কোচিনেও এই সরঞ্জাম স্থাপন করতে বলা হয়। 

চীন থেকে আসা যাত্রীদের এই বিমানবন্দরগুলিতে নামার আগে ‘রিলিফ-রিপোর্টিং ফর্ম’ পূরণ করতে বলা হচ্ছে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, দেশের বিমানবন্দরগুলিতে থার্মাল ক্যামেরা বা স্ক্যানিং মেশিন বসানো হয়েছে। ওই ক্যামেরার সাহায্যে চীন থেকে কেউ এলে তাকে পরীক্ষা করে দেখা হচ্ছে।

এদিকে মঙ্গলবার চীন জানিয়েছে, এখনও পর্যন্ত ২৯১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। 

চীনের উহান শহর থেকেই গত ডিসেম্বরে নতুন এই ভাইরাসের আবির্ভাব ঘটে। ইতোমধ্যে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও জাপানে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এই ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

ইত্তেফাক/জেডএইচ