শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪১

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে না পারেন সেজন্য তার যুদ্ধ-ক্ষমতা কমাতে  ভোট অনুষ্ঠিত হয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে । স্থানীয় সময় বৃহস্পতিবার এই ভোট অনুষ্ঠিত হয়। 

 সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের আট জন সদস্য ইরানে কোন রকম সামরিক অভিযান চালানোর বিপক্ষে ভোট দেন। 

এই বিষয়ে ডেমোক্রেট সিনেটর চাক শুমার বলেছেন, বেশিরভাগ সিনেটরই চায় না যে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হোক।  

জানা গেছে, সিনেটে পাস হওয়ার পর যুদ্ধ-ক্ষমতা কমানোর এই প্রস্তাব মার্কিন প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। এর আগে গতমাসে মার্কিন প্রতিনিধি পরিষদেও একইরকম একটি প্রস্তাব পাস হয়। 

এদিকে মার্কিন সিনেটে ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমানোর প্রস্তাবে ভোট দেয়ার আগেই ইরাকে যুক্তরাষ্টের একটি সেনা ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছে।

ইত্তেফাক/এআর