শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীন করোনাভাইরাসের সঙ্গে লড়তে সক্ষম: ট্রাম্প

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৯

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চীনের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘চীন করোনাভাইরাসের সঙ্গে লড়তে সক্ষম।’ গত বৃহস্পতিবার  ট্রাম্প আইহার্ট নামক একটি রেডিওতে দেওয়া সাক্ষাতকারে এ মন্তব্য করেন।

চীন সরকার করোনাভাইরাসের প্রাদুর্ভাব দ্রুতগতিতে প্রতিরোধের চেষ্টা করছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, চীন করোনাভাইরাসকে 'পেশাদারভাবে' নিয়ন্ত্রণে কাজ করছে। ভাইরাসটি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, আমি মনে করি তারা করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে এবং এর সঙ্গে লড়তে অত্যন্ত সক্ষম ।

চীন ভাইরাস সম্পর্কে সত্য কথা বলছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি তারা এটি নিয়ে সঠিক কথা বলতে চায়।

আরও পড়ুন: করোনাভাইরাস: শুক্রবারেই চীনে ১২১ জনের মৃত্যু

এদিকে, আজ শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ১২১ জন মারা গেছেন যার মধ্যে কেবল হুবেই প্রদেশেই মারা গেছে ১১৬জন। এ নিয়ে চীনে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩৮০ জনে। ইতোমধ্যে চীন থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্বব্যাপী জরুরী অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরে করোনাভাইরাসে যে রোগ সৃষ্টি করছে তার নতুন নাম দেওয়া হয়েছে কভিড-১৯ (করোনাভাইরাস ডিজিজ)।

 

ইত্তেফাক/আরআই