শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা ভাইরাস নিয়ে বেইজিংয়ে নতুন নিয়ম, না মানলে শাস্তি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৩

করোনা ভাইরাস প্রতিরোধে বেইজিং শহরে প্রবেশ করা প্রত্যেককে ১৪ দিনের জন্য সঙ্গরোধ হয়ে থাকার নির্দেশ দেয়া হয়েছে।আর এই নিয়ম মানা না হলে শাস্তির ঘোষণা দিয়েছে চীন সরকার।   

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হ্য়, নববর্ষের ছুটি শেষে ভাইরাস যাতে মহামারী আকাড়ে না ছড়ায় সে জন্য নাগরিকদের স্বেচ্ছায় সঙ্গরোধ করতে বলা হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে প্রায় ২ কোটি মানুষ বসবাস করে। 

চীনের মূল ভূখণ্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫শ ২৩ জন ।   চীনের বাইরে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে একজন এবং হংকংয়ে আরেক জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিশ্বের প্রায় ২৫টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

ইত্তেফাক/এআর