শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভ্যালেন্টাইনস ডে'তে ভালোবেসে বিয়ে না করার শপথ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৭

ভালোবেসে বিয়ে না করার শপথ নিয়েছেন ভারতের মহারাষ্ট্রের একটি গার্লস কলেজের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার ভ্যালেন্টাইনস ডেতে মহারাষ্ট্রের চান্দুরে অবস্থিত মহিলা আর্টস এন্ড কমার্স কলেজের শিক্ষার্থীরা এই শপথ নেন। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীরা মারাঠি ভাষাতে শপথ গ্রহণ করেন। ওই শপথে শিক্ষার্থীরা বলেন, আমরা কাউকে ভালোবাসবো না এবং ভালোবেসে কাউকে বিয়ে করবো না। আমি শপথ নিচ্ছি যে পিতা-মাতার ওপর আমাদের ভরসা রয়েছে এবং আমি কারো প্রেমে পড়বো না এবং ভালোবেসে বিয়ে করবো না।এসময় যৌতুক দিয়ে বিয়ে না করার ব্যপারেও শপথ নেন শিক্ষার্থীরা।

এমন ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে রিতিকা রাঙ্গারি নামের এক শিক্ষার্থী বলেন, পরিবারের পরামর্শ নিয়ে ভালোবাসায় জড়ানো উচিৎ। 

ভাবনা তায়ডে নামের আরেক শিক্ষার্থী বলেন , ভালোবেসে বিয়ে করার কি দরকার? আমাদের পিত-মাতাই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য যথেষ্ট। তারাই আমাদের জন্য সর্বোত্তমটি বাছাই করবে। 

ইত্তেফাক/এআর