শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আফগানিস্তানে ৯ মাদকসেবীকে গুলি করে হত্যা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৭

আফগানিস্তানের রাজধানী কাবুলে ৯ মাদকসেবীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। শনিবার গভীর রাতে এ বন্দুক হামলার ঘটনা ঘটে।

দেশটির কর্তৃপক্ষ মাদক ব্যবসায় নিয়ন্ত্রণের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ইতিবাচক ফল মেলেনি। তাই মানবাধিকার কর্মীদের অনেকে এই ঘটনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দিকে আঙুল তুলেছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতরা রাতে উন্মুক্ত স্থানে ঘুমিয়েছিল। ফরেনসিক পরীক্ষায় ঘুমানোর আগে তাদের মাদক সেবনের প্রমাণ মিলেছে।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামার্জ জানান, ‘রাজধানীর কুরো পর্বতের পাদদেশে গোলাগুলিতে ৯ জন নিহত হয়েছে।’ বিশ্বে সবচেয়ে বেশি আফিম উত্পাদিত হয় আফগানিস্তানে। 

দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশজুড়ে প্রায় ২৫ লাখ মাদকসেবী রয়েছে। তাদের বেশিরভাগই হেরোইনে আসক্ত। যা আফিম থেকে তৈরি হয়। আর এই ২৫ লাখের মধ্যে ২০ হাজার মাদকসেবী গৃহহীন। যাদের অর্ধেক কাবুলে অবস্থান করে। আফগানিস্তানে এটা বর্তমানে ভয়াবহ সামাজিক সমস্যা। -দ্য স্টেটসম্যান

ইত্তেফাক/এসআর