বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মোদি ইমরানের যে ছবি ঘিরে ব্যাপক হৈচৈ!  

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবি ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, ইমরান খানের পাশে বসে রাতের খাবার খাচ্ছেন মোদি।    

এছাড়া ওই ছবিতে মোদির মাথায় সবুজ টুপি দেখা যায়। সেইসঙ্গে ভাইরাল হওয়া ফটোতে ক্যাপশন হিসেবে লেখা হয়, মোদিকে জিজ্ঞেস করুন, পাকিস্তানি বিরিয়ানি কেমন?  

তবে শেষমেশ জানা যায়, এই ছবি ভুয়া। ইমরান খানের ছবিটি সত্য হলেও তাঁর পাশে যে মোদিকে দেখা যাচ্ছে তা ভুয়া। ফটোশপের কারসাজির মাধ্যমে এ কাজ করা হয়েছে।   

জানা যায়, এই ছবি আসলে ইমরান খানের সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী রেহমান খানের ২০১৫ সালের। সেসময়ের তাদের 'সেহরি' খাবার খাওয়ার ছবি ছিল এটি। 

প্রকৃত ছবি।  

এছাড়া জানা যায়, ২০১৯ সালে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে এই একই ছবিতে কারসাজি করে ভাইরাল করা হয়।    

২০১৯ সালে ভাইরাল হওয়া ভুয়া ছবি। 

ইত্তেফাক/এসআর