শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ট্রাম্পের পথে থাকছে চার কোটি রূপির ফুল

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০০

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ অন্যরা। তাদেরকে স্বাগত জানাতে ভারতে নানা প্রস্তুতি চলছে। বিশেষ করে আহমেদাবাদের প্রস্তুতি মানুষের নজর কেড়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সফরসঙ্গীরা আহমেদাবাদের প্যাটেল ব্রিজ থেকে জুন্দাল সার্কেল এবং মোটেরা পর্যন্ত সড়কে চলাচল করবেন। এই পথকে ফুল দিয়ে সাজানো হচ্ছে। এতে খরচ হচ্ছে প্রায় চার কোটি রূপি।

আহমেদাবাদ সিটি করপোরেশন এই উদ্যোগ নিয়েছে। এদিকে ট্রাম্পের পথে যাতে কোনো বাধা সৃষ্টি না হয় সেজন্য গুজরাটের যাবতীয় পথকুকুর ও নীলগাইদেরও সরিয়ে নেওয়া হচ্ছে। এক সপ্তাহ আগেই সেই কাজ শুরু হচ্ছে।

২০১৫ সালে যখন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গুজরাটের গ্লোবাল বিজনেস সামিটে এসেছিলেন তখন বিমানবন্দরে যাওয়ার পথে তার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে এক পথকুকুরের। তাই এবছর নতুন উদ্যোগ নিয়েছে গুজরাট। -টাইমস অব ইন্ডিয়া

ইত্তেফাক/এমআর