বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মোরগ লড়াইয়ে মেলা, মোরগের আক্রমণে মালিকের মৃত্যু

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ২০:০০

কার্যত নজির বিহীন ঘটনা। মোরগ লড়াইয়ের আসরে প্রতিপক্ষ মোরগের আক্রমণে মৃত্যু হল মোরগ মালিকেরই। বৃহস্পতিবার দুপুরে ভারতের পুরুলিয়ার হুড়ার পালগাঁ গ্রাম এই ঘটনা ঘটে।

মৃত ওই মালিকের নাম অসীম মাহাতো। তিনি ভারতের পুরুলিয়ার হুড়ার রুদরা গ্রামের বাসিন্দা ছিলেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পুরুলিয়ার হুড়ার পালগাঁর জঙ্গলে বসেছিল মোরগ লড়াইয়ের মেলা। দূর দূরান্তের অসংখ্য মানুষ এসে জড়ো হন মোরগ নিয়ে। হুড়ার রুদরা গ্রামের বাসিন্দা অসীম মাহাতো এসেছিলেন মোরগ লড়াইয়ে অংশ নিতে। তার মোরগ জিতেও যায়। প্রতিপক্ষের মৃত মোরগ ঝুলিয়ে অসীম যখন মাঠ ছাড়ছিলেন। তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

আরও পড়ুন: জেদ করেই যৌনতাকে পেশা হিসেবে নিয়েছেন পরিচালকের মেয়ে

ঘটনার সময় অন্য একটি মোরগকে পায়ে অস্ত্র বেঁধে তৈরি করা হচ্ছিল। সে সময় ওই মোরগটি এসে অসীমের হাতে ঝুলন্ত মোরগকে আক্রমণ করে। মোরগের পায়ে বাঁধা ছুরিতে কেটে যায় গলার নলি। মোরগ মালিককে প্রথমে হুড়া স্বাস্থ্যকেন্দ্র পরে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে গালে তাকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা।

ইত্তেফাক/বিএএফ