শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মুসলিমদের সঙ্গে মিশে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলেছে: তরুণীর বাবা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৭

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ‘সংবিধানকে রক্ষা করুন’ এই ব্যানারে আয়োজিত একটি প্রতিবাদ অনুষ্ঠানে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হয়েছেন ভারতীয় তরুণী অমূল্য। এমন স্লোগানের সমর্থন করেনি অমূল্যের বাবাও। 

তার বাবা ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছে, ‘অমূল্য যা বলেছে তা ভুল কথা। ও আসলে কিছুদিন ধরেই মুসলিমদের সঙ্গে বেশি মেলামেশা করছিল এবং আমি বারণ করা সত্ত্বেও আমার কথায় কান দেয়নি।’

তবে বৃহস্পতিবার পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দেওয়ার আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সক্রিয় ছিলেন তিনি। গত সপ্তাহে ফেসবুক পোস্টে 'লং লিভ ফর অল কান্ট্রিস' অর্থাৎ সব দেশ জিন্দাবাদ প্রসঙ্গে যুক্তি দেখিয়েছেন তিনি।

আরও পড়ুন: ভারতের মঞ্চে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান

বিতর্কিত ওই তরুণীর ফেসবুক পোষ্টের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অমূল্যের ফেসবুকে পোস্টে লেখা, ‘যে রাষ্ট্রই হোক; সব রাষ্ট্রই জিন্দাবাদ। ইন্ডিয়া জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ,। বাংলাদেশ জিন্দাবাদ। নেপাল জিন্দাবাদ, শ্রীলঙ্কা জিন্দাবাদ। আফগানিস্থান জিন্দাবাদ, চিন জিন্দাবাদ।’ এই পোস্টের পিছনে যুক্তি দেখিয়ে ওই তরুণী কন্নড়ে লিখেছেন, ‘আমি অন্য রাষ্ট্র জিন্দাবাদ বলছি মানেই আমি সেই রাষ্ট্রে আছি, এমনটা নয়। আমি আইন মেনে চলি ভারতীয়। আমার কর্তব্য নিজের দেশকে সম্মান করা। এবং নাগরিকদের জন্য কাজ করা। আর আমি সেটাই করব।’

ইত্তেফাক/আরআই