শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মার্কিন নির্বাচন থেকে রাশিয়াকে দূরে থাকার আহবান

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৭

আসন্ন মার্কিন  প্রেসিডেন্ট নির্বাচন থেকে রাশিয়াকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটিক সিনেটের বার্নি স্যান্ডার্স। শুক্রবার ক্যালিফোর্নিয়ায় একটি প্রচারণায় অংশ নিয়ে  তিনি এই আহ্বান জানান। 

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মননোয়ন দৌড়ে বেশ এগিয়ে আছেন  বার্নি স্যান্ডার্স। 

 বার্নি স্যান্ডার্স বলেন, গতমাসে একজন মার্কিন কর্মকর্তা আমাকে বলেছেন যে রাশিয়া আমার প্রচারণায় সহায়তা করছে। তবে কিভাবে রাশিয়া হস্তক্ষেপ করছে সেটি নিয়ে তিনি পরিষ্কার নন বলে জানান বার্নি স্যান্ডার্স।

এসময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে বার্নি স্যান্ডার্স বলেন, একটি বিষয় পরিষ্কার করতে চাই । আমি রাশিয়ার কার্যকলাপের বিরুদ্ধে।  আমি চাই না কোন বিদেশি শক্তি আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করুক। 

 এর আগে ২০১৬ সালেও মার্কিন নির্বাচনে ভোটারদের রাশিয়ার বিরুদ্ধে প্রভাবিত করার অভিযোগ উঠেছিল। 

ইত্তেফাক/এআর