শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হামলাকারীকে ক্ষমা করে দিলেন সেই মুয়াজ্জিন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩১

হামলাকারীকে ক্ষমা করে দিয়েছেন লন্ডনের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন রাফাত মাগলাদ। শুক্রবার জুমার নামাজের সময় তিনি বলেন, ‘হামলাকারীর প্রতি আমার কোনও ঘৃণা নেই। তার জন্য আমার দুঃখ হচ্ছে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার লন্ডনের কেন্দ্রীয় মসজিদে ঢুকে আসরের নামাজের আজান দেওয়ার সময় ওই মুয়াজ্জিনের উপর ছুরি দিয়ে হামলা চালানো হয়। এরপর ৭০ বছর বয়সী মুয়াজ্জিনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল থেকে শুক্রবার জুমার নামাজের জন্য মসজিদে যান রাফাত মাগলাদ। সেখানে তিনি জানান, তার উপর হামলা চালানো ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন। 

রাফাত মাগলাদ বিবিসিকে বলেন, ‘আমার মনে হয়েছিলো কেউ আমাকে ইট দিয়ে আঘাত করছে। কিন্তু যখন পেছনে তাকাই তখন দেখি আমাকে ছুরিকাঘাত করা হয়েছে। তখন আমি আমার ঘাড়ে রক্ত দেখি। হঠাৎ করেই সবকিছু হয়।’

পুরোপুরি সুস্থ না হয়ে তিনি কেন মসজিদে এসেছেন এমন প্রশ্নে মুয়াজ্জিন বলেন, ‘আমার জন্য শুক্রবারে জুমায় অংশ নেওয়া মুসলমান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি জুমায় না থাকতে পারি, তাহলে আমি বড় কিছু হারিয়ে ফেলব।’

এদিকে হামলার ঘটনায় আটক ডেনিয়্যাল হর্টোন নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। শুক্রবার ২৯ বছর বয়সী ডেনিয়্যাল হর্টোনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় বলে ব্রিটেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ডেনিয়্যাল হর্টোনকে শনিবার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে বলেও ব্রিটেন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ