বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতের চলমান আন্দোলন নিয়ে কথা বলেননি ট্রাম্প

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৯

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কোন ধরনের আলোচনা করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাই এ ব্যাপারে নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি কোন কথা বলেননি। 

বর্তমান সময়ে ভারতের আলোচনার কেন্দ্র বিন্দু নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)। যা নিয়ে দেশটিতে বেশির ভাগ রাজ্যেই নানা ধরনের আন্দোলন সংগ্রাম হচ্ছে। এমন পরিস্থিতিতেই ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্ন ছিলো সিএএ নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে তার কী কথা হয়েছে? ট্রাম্পের কাছে জানতে চান এক সাংবাদিক। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এনিয়ে কোনও আলোচনা চাই না। এটা ভারতের উপরেই ছাড়তে চাই। আশা করি, নিজেদের নাগরিকদের জন্য সুচিন্তাই করবে ভারত।’

ইত্তেফাক/এসআই