শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দিল্লি সংঘর্ষ: সরকারের সমালোচনাকারী বিচারকের বদলি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৩

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে চলা সংঘর্ষের ঘটনায় ভারতের কেন্দ্র, রাজ্য সরকার ও পুলিশের সমালোচনা করেন দিল্লি  হাইকোর্টের বিচারপতি এস মুরলিধর। আর এরপরই বিচারপতি মুরলিধরকে বদলি করে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হল। বুধবার রাতে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপতির মাধ্যম বিচারপতি এস মুরলিধরের বদলির বিষয়টি  জানানো হয়। 

বুধবার দিল্লির সংঘাত নিয়ে  বিচারপতি মুরলিধর বলেন, আমরা আর একটা ১৯৮৪-র মতো দাঙ্গার ঘটনা হতে দিতে পারি না দেশে। ওই সময় তিনি কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকার— উভয়কেই নির্দেশ দিয়েছিলেন দিল্লির সংঘাত প্রতিরোধে একসঙ্গে কাজ করতে।

 প্রসঙ্গত, ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দিল্লিতে সংঘর্ষে  ২৭ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০০-রও বেশি।