শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পঙ্গপাল ঠেকাতে পাকিস্তানে হাঁস পাঠাচ্ছে চীন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:১২

পাকিস্তানের পঙ্গপালের উপদ্রব ঠেকাতে দেশটিতে হাঁস পাঠাবে চীন। চীনের কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

চীনে ঝেজিয়াং একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেস'র জ্যেষ্ঠ গবেষক লু লিঝি বলেন, পঙ্গপাল ঠেকাতে  কমপক্ষে এক লাখ হাঁস এই বছরের দ্বিতীয়ার্ধে  পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা রয়েছে। একদিনে একটি হাঁস কমপক্ষে দু'শ পঙ্গপাল খেতে পারে। পঙ্গপালের বিস্তার রোধে হাঁস কীটনাশক থেকে আরো বেশি কার্যকরী বলেও জানান লু লিঝি। 

 এদিকে পাকিস্তানের পূর্বাঞ্চলে পঙ্গপাল ঠেকাতে করণীয় ঠিক করতে একটি চীনের প্রতিনিধি দল সম্প্রতি পাকিস্তান সফর করেছেন। এমনটি জানিয়েছে পাকিস্তানের চীন দূতাবাস। 

গত বছর থেকে পঙ্গপালের হামলার শিকার হয়েছে পাকিস্তান। সেই বছর বিপর্যয়ের মুখে পড়েছিলো পাকিস্তানের অন্যতম অর্থকরী ফসল তুলা । এ বারে পাকিস্তানে প্রধান খাদ্যশস্য গমের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে এই পঙ্গপালের ঝাঁক। 

ইত্তেফাক/এআর