শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দক্ষিণ কোরিয়ায় একদিনে ৫৭১ জন করোনায় আক্রান্ত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৩

একদিনে দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসে (কোভিট-১৯) আক্রান্ত হয়েছে ৫৭১ জন। শুক্রবার পর্যন্ত দেশটিতে ২ হাজার ৩শত ৩৭ জনের আক্রান্তের খবর নিশ্চিত করেছে সংবাদ সংস্থা জিনহুয়া।

তবে দক্ষিণ কোরিয়ার কোরিয়ায় সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (কেসিডিসি) সর্বশেষ দেওয়া তথ্য অনুসারে, দেশটিতে শুক্রবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৫৬ জন এবং এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২০২২ জন।  খবর আল জাজিরা। 

কেসিডিসি জানিয়েছে, দাগু শহরেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৮২ জন। যেখানে দেশটির কেন্দ্রীয় একটি গির্জা অবস্থিত। করোনা ভাইরাসে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। 

আরও পড়ুন: নির্বিচারে হামলা বন্ধ করুন: রাশিয়া ও সিরিয়াকে ন্যাটো

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

ইত্তেফাক/আরআই