শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু

আপডেট : ১৭ মার্চ ২০২০, ০২:০৯

যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা। দেশটির সিয়াটল শহরের কাইজার পারমানেন্ট গবেষণাকেন্দ্রে সোমবার এই পরীক্ষা শুরু হয়। এখন পর্যন্ত একজনের শরীরে করোনার ভ্যাকসি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে করোনা ভ্যাকসিন তৈরি দলের বিজ্ঞানী ডক্টর লিসা জ্যাকসন বলেন,  সবাই জরুরি অবস্থায় যা পারে তাই করতে চায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এক মাস ধরে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে। ৪৫ জন স্বেচ্ছাসেবীর শরীরে এই ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। 

জেনিফার হলার নামের ৪৩ বছর বয়সী এক স্বেচ্ছাসেবী বলেন, আমরা সবাই অসহায়। এটা আমার জন্য সুবর্ণ সুযোগ যে আমি কিছু করতে পারছি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানায়, এই ভ্যাকসিন বাজারে আসতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে।

প্রসঙ্গত, চীনসহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ এর ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো এর কোন প্রতিষেধক বাজারে আনতে পারেনি বিজ্ঞানীরা।

ইত্তেফাক/এআর