বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিমানে করোনা আক্রান্ত যাত্রী, বিমান রেখে পালালেন পাইলট

আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৫:২৮

করোনা ভাইরাস বর্তমানে পৃথিবীর সবচেয়ে আলোচিত একটি নাম। বিশ্বের অন্তত ১৯০টি দেশ এই মুহূর্তে কাঁপছে এই ভাইরাসের সংক্রমণে। এবার করোনা আতঙ্কে বিমান থেকে পালিয়েছেন এক পাইলট। এয়ার এশিয়ার পুনে থেকে দিল্লিগামী একটি বিমানে ঘটনাটি ঘটেছে। বিমানে একজন যাত্রী করোনায় আক্রান্ত শুনেই পরিত্যক্ত এলাকায় নামানো হয় বিমান। এরপরেই ঘটে যায় অদ্ভূত ঘটনা।

জানা গেছে, বিমানের সেকেন্ডারি এগজিট দিয়ে পাইলট নেমে যান। পরীক্ষায় অবশ্য যাত্রীর দেহে করোনা সংক্রমণ পাওয়া যায়নি।

আরও পড়ুন: দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো

এয়ার এশিয়া ইন্ডিয়ার মুখপাত্র জানান, বিমানে সন্দেহজনক করোনা আক্রান্ত একজন যাত্রী ছিলেন। তিনি বিমানের প্রথম দিকের একটি সিটে বসেছিলেন। বিমানটি অবতরণের সময় থেকেই নানা রকমের ব্যবস্থা নেয়া হয়। সাধারণত বিমান যেখানে নামে, তার থেকে অনেকটা দূরে বিমান অবতরণ করে। সামনের দরজা নিয়ে নামানো হয় ওই যাত্রীকে। এরপর অবশ্য পরীক্ষার পর যাত্রী ভাইরাস আক্রান্ত নন বলেই জানা গেছে

এদিকে বিমান কর্মীদেরও এখন সেলফ কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ভারতের এখন পর্যন্ত ৪৯৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০ জন।

ইত্তেফাক/বিএএফ