শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনায় লাশের বন্যা বইবে যুক্তরাষ্ট্রে? 

আপডেট : ২৫ মার্চ ২০২০, ১০:২৩

প্রাণঘাতী করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে শুধু মঙ্গলবারেই ১৬০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮২ জনে দাঁড়ালো। চীন, ইতালির পরেই করোনায় বেশি সংখ্যক মানুষ  আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। 

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে, ইউরোপের পর  করোনাভাইরাসের বিস্তারের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্র। ডব্লিউএইচও মুখপাত্র মার্গারেট হ্যারিস বলছেন, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়তে দেখছি। এ থেকে আশঙ্কা করা যায় যুক্তরাষ্ট্র করোনা বিস্তারের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে।

ইতিমধ্যে দেশটির প্রতিটি রাজ্যে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিক্ষণে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে দেশটিতে। সর্বশেষ তথ্য অনুযায়ী করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৮৬৭ জন। 

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে সর্বপ্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ লাখ ২২ হাজারের বেশি মানুষ। মারা গেছে ১৮ হাজার ৯০৭ জন। 

ইত্তেফাক/এসআর