বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে এক দিনে করোনায় আক্রান্ত ৮৮ জন

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:৪৮

করোনা ভাইরাসে প্রাণঘাতী হানায় দিনে দিনে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বৃহস্পতিবার নতুন করে করোনা ভাইরাসে আরো ৮৮ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।

নতুন ৮৮ আক্রান্তের সংখ্যা নিয়ে ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৯৪ জনে। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। এদের মধ্যে সর্বশেষ একদিনে তিন জনের মৃত্যু হয়েছে।

আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়, এখনও পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত ৮৮ জন হলেও বুধবারের তুলনায় নতুন আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ জন। 

এদিকে, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে আরো একজন নতুন করোনা ভাইরাসে আক্রান্তের খবর মিলেছে। এ নিয়ে পশ্চিমবঙ্গে করোনা রোগীর সংখ্যাটা দাঁড়িয়েছে ১০।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যমতে, করোনা ভাইরাসে বিশ্বজুড়ে ২১ হাজার ২শ জন মারা গেছেন। এছাড়া এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৪ লাখ ৭২ হাজার মানুষ। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ১৪ হাজার জন।

তবে ভারতীয় ওই গণমাধ্যম জানিয়েছে, সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২২ হাজার ১৬৯ জন। বিশ্বে কোভিড-১৯ ভাইরাসটিতে আক্রান্ত ৪ লক্ষ ৯১ হাজার ৬২৩ জন। তবে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন প্রায় লক্ষাধিক মানুষ।

ইত্তেফাক/আরআই