শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘ফ্রান্স ইতালিকে সহায়তা করতে প্রস্তুত’

আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৬:৫৪

করোনা ভাইরাসের মরণ থাবায় ইতালি জুড়ে বেড়েই চলছে মৃত্যুর মিছিল। এমন সময় দেশটিকে সহায়তা করতে ফ্রান্স প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। খবর রয়টার্সের।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ইতালিকে সাহায্যে ফ্রান্স প্রস্তুত আছে। ফ্রান্স ইতালির পাশে আছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে ইতালির বিপর্যস্ত অবস্থায় ইউরোপ স্বার্থপরের মতো আচরণ করতে পারে না। চীনা ও রুশ সাহায্য নিয়ে ব্যাপক কথা হচ্ছে।

ম্যাক্রন বলেন, আমাদের কেবল নিজেদের নিয়ে মত্ত থাকা উচিত নয়। আমাদের পরস্পরের সহায়তায় এগিয়ে আসা উচিত। ফ্রান্স ও জার্মানি ইতালিকে ২০ লাখ মাস্ক ও কয়েক লাখ গাউন দেবে যা যথেষ্ট না হলেও এটাই শুরু।

ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সি শুক্রবার জানিয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৯১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ১৩৪ জনে দাঁড়িয়েছে।


ইত্তেফাক/আরআই