শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনার লক্ষণ নিয়ে আইসোলেশনে বরিস জনসনের উপদেষ্টা

আপডেট : ৩০ মার্চ ২০২০, ২৩:১৭

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এবার করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় ভাইরাসটি দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কায় সেল্ফ আইসোলেশনে গেছেন ব্রিটেন প্রধানমন্ত্রী জনসনের সিনিয়র উপদেষ্টা ডমিনিক কুমিনংস।

আল জাজিরার খবরে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনা ভাইরাসে আক্রান্তের খবর প্রকাশের একদিন পরেই করোনার লক্ষণ দেখা দিয়েছে তার সিনিয়র উপদেষ্টার। ফলে বরিস জনসনের ওই উপদেষ্টা ডমিনিক কুমিনংস সেল্ফ আইসোলেশনে গেছেন।

ডাউনিং স্ট্রীটের মুখপাত্র কমিনংস জানিয়েছেন, যেহেতু এ দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি প্রধানমন্ত্রী জনসনের করোনা ভাইরাস ধার পড়েছে তাই আমার ভেতরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় আইসোলেশন নিলাম।

খবরে বলা হয়, শুক্রবার বিশ্বের ক্ষমতাধর নেতাদের মধ্যে একজন জনসনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তার স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকোক করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ক্রিস ওয়াইটিও সেল্ফ আইসোলেশনে রয়েছেন। 

ইত্তেফাক/আরআই