শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা: বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ালো

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০৯:১৩

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৪ হাজার ৯৪৩ জন। এদের মধ্যে মারা গেছেন ৫৩ হাজার মানুষ। এছাড়া ২ লাখ ১০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 বিবিসির প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৬৬ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৫ জনের। 

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাস উৎপত্তি হয়। ভাইরাসটির উৎপত্তির প্রায় দেড় মাস পর আক্রান্তের সংখ্যা এক লাখে পৌঁছায়। এরপর থেকেই বিশ্বজুড়ে ব্যাপকভাবে বাড়তে থাকে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা  । 

ইত্তেফাক/এআর