শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এবারো ট্রাম্পের শরীরে ধরা পড়েনি করোনা

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১১:২৩

প্রাণঘাতী করোনার থাবায় যুক্তরাষ্ট্র জর্জরিত হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি সুস্থ আছেন। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষা করা হলেও তার শরীরে ভাইরাসটি পাওয়া যায়নি।

ট্রাম্প জানান, ১৫ মিনিটে করোনার পরীক্ষার ফল দিতে সক্ষম এমন একটি কিট দিয়ে পরীক্ষা করার পর তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন।  এ বিষয়ে ট্রাম্প বলেন, আমি ওই কিট কত দ্রুত কাজ করে সেটি দেখতে চেয়েছিলাম। 

 গত মাসে  ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর প্রেসসচিব ফ্যাবিও ওয়াজনগার্টনের সঙ্গে সাক্ষাতে করমর্দন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুদিন পরই করোনা পাওয়া যায় ফ্যাবিও ওয়াজনগার্টনের শরীরে। এমন ঘটনার পর গণমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়া নিয়ে গুঞ্জন ওঠে। এরপরই করোনা পরীক্ষা করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।