শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তানে অন্তর্বাস দিয়ে তৈরি মাস্ক পাঠালো চীন!

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৬:৫৭

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পাকিস্তানে মেডিকেল টিমসহ বিভিন্ন সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে চীন।

এরই ধারাবাহিকতায় দেশটিতে এন-৯৯ মাস্ক পাঠানোর কথা ছিলো চীনের। 

চীন সেই মাস্ক পাকিস্তানে সরবরাহও করেছে। তবে ধারণা করা হচ্ছে এই মাস্কগুলো অন্তর্বাস থেকে তৈরি। 

পাকিস্তানের নিউজ চ্যানেল অ্যাংকরের প্রতিবেদনে এমনটিই বলা হচ্ছে। 

প্রতিবেদনে  বলা হয়, এটা একটা উদ্ভট ঘটনা। পাকিস্তানে মাস্ক পাঠিয়ে প্রতিশ্রুতি পূরণ করছে চীন। কিন্তু তা অন্তর্বাসের তৈরি মাস্ক। তারা এটাও বলে যে, ‘চায়না নে চুনা লাগা দিয়া’।

প্রতিবেদনে আরো বলা হয়, সিন্ধু প্রদেশের কর্তৃপক্ষ কোনো ধরণের যাচাই ছাড়া এই মাস্কগুলো বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। 

 ইত্তেফাক/জেডএইচ