শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তানে নতুন ২২ করোনা রোগী শনাক্ত

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৮:৪৯

করোনা ভাইরাসে সংক্রমণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত পাকিস্তান। শনিবার দেশটিতে নতুন করে আরো ২২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এতে পাকিস্তানে করোনা ভাইরাসে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৭১৪ জন।

পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, দেশটিতে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ২৭১৪ জনে। আর দেশটি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে। এদিকে, করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৩০ জন।

পাকিস্তানের বিভিন্ন রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পাঞ্জাবে। এখানে আক্রান্তের সংখ্যা ১০৮৭। এর পরেই আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিন্ধ প্রদেশ। এখানে আক্রান্ত রয়েছে ৮৩০ জন। এছাড়াও বেলুচিস্তানে আক্রান্ত হয়েছে ১৭৫ জন। রাজধানী ইসলামাবাদে আক্রান্ত ৭৫ জন। গিলগিত-বালতিস্তানে আক্রান্ত হয়েছে ১৯৩ জন। খাইবার পাখতুনখোয়ায় আক্রান্ত ৩৪৩ জন।

আরও পড়ুন: মাস্ক না পড়ার ঘোষণা দিলেন ট্রাম্প

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে, ভাইরাসটিতে প্রায় ১১ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। আর এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত দুই লাখ ২৭ হাজার মানুষ সুস্থ হয়েছে।


ইত্তেফাক/আরআই