শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীনে করোনায় মৃত্যু শূন্যের কোঠায়

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৩:০৮

গত বছরের ডিসেম্বরে হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এই প্রথম চীনের মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নেমে এল। মঙ্গলবার চীনের সরকারের পক্ষ থেকে জানানো হয়, করোনা ভাইরাসে চীনে নতুন করে কেউ মারা যাননি।

 চীনে বাইরে থেকে আসা করোনা রোগীর সংখ্যাও কমে গেছে বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, চীনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩২ জন। আর এ পর্যন্ত চীনের বাইরে থেকে আসা এক হাজার জনের মধ্যে করোনা ভাইরাস পাওয়া গেছে। 

আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমে গেলেও কোন রকম লক্ষণ ছাড়াই করোনা ভাইরাস ছড়ানোয় চীনে এর ঝুঁকি রয়েই যাচ্ছে। সম্প্রতি চীনের সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, দেশটিতে প্রায় ৩০ জন আক্রান্ত পাওয়া গেছে যাদের মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ নেই।  এদিকে কোন রকম লক্ষণ ছাড়া করোনা ভাইরাস ছড়ানোর শঙ্কায় গতকাল চীনে করোনামুক্ত ঘোষণা দেয়া ৪৫ টি এলাকা ফের অবরুদ্ধ করে ফেলা হয়েছে। 

চীনে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৭৪০ জন। মারা গেছেন ৩ হাজার ৩৩১ জন। এনডিটিভি। 

ইত্তেফাক/এআর