শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উত্তর কোরিয়ায় ৭০৯ জনের করোনা পরীক্ষা সবাই নেগেটিভ!

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০১:৪৬

উত্তর কোরিয়ায় ৭০৯ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হলেও দেশটিতে কোনো আক্রান্ত ব্যক্তি পাওয়া যায়নি। তবে উত্তর কোরীয় কর্তৃপক্ষের এই দাবিতে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। —খবর বিবিসি ও এনকে নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উত্তর কোরীয় প্রতিনিধি ডা. এডিউয়িন স্যালভেদর বলেছেন, উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত ৭০৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৬৯৮ জন দেশটির নাগরিক এবং ১১ জন বিদেশি। বিশ্ব জুড়ে করোনার মহামারিতে লাখ লাখ মানুষ আক্রান্ত হলেও আড়াই কোটি মানুষের দেশ উত্তর কোরিয়ায় বুধবার বিকাল পর্যন্ত কোনো রোগী পাওয়া যায়নি। তবে দেশটিতে করোনা পরীক্ষার যে তথ্য প্রকাশ করা হয়েছে, জনসংখ্যার তুলনায় সেটিকে একেবারে স্বল্পসংখ্যক বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

উত্তর কোরিয়া বিষয়ক এক মার্কিন বিশেষজ্ঞ বলেছেন, উত্তর কোরিয়ায় করোনা সংক্রমণের ঘটনা থাকতে পারে। তিনি বলেন, ‘চীন এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্ত থাকা সত্ত্বেও উত্তর কোরিয়ায় করোনা সংক্রমণের ঘটনা না থাকাটা একেবারেই অসম্ভব। বিশেষ করে চীনের সঙ্গে দেশটির বৃহত্ সীমান্ত বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। তারা এটাকে প্রতিরোধ করতে পারে এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না।’

ইত্তেফাক/এসআই