শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনের মতো প্রায় ২ হাজার জনের মৃত্যু

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ২০:৪৬

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনের মতো মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ২ হাজার জনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৮ টায় জন হফকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়।

রেকর্ড ভঙ্গ করা মৃতের এই সংখ্যা হচ্ছে ১ হাজার ৯৭৩ জন। আগের দিনের চেয়ে এই সংখ্যা সামান্য বেশি। আগের দিনের সংখ্যা ছিল ১ হাজার ৯৩৯ জন।

এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে ১৪ হাজার ৬৯৫ জনে দাঁড়ালো। এর মধ্য দিয়ে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা এখন স্পেনকে ছাড়ালো। দেশটিতে মহামারি করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে ১৪ হাজার ৫৫৫ জনে দাঁড়িয়েছে। 

আরো পড়ুন: আইসিইউতে সাড়া দিচ্ছেন বরিস

তবে, যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা এখনো ইতালিকে অতিক্রম করতে পারেনি। সবচেয়ে ভয়াবহ থাবার শিকার এ দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১৭ হাজার ৬৬৯ জনে দাঁড়িয়েছে। সূত্র: এএফপি

ইত্তেফাক/এমআর