শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এবার সিরিয়ায় দূতাবাস খোলার ঘোষণা কুয়েতের

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৪:২৯

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর এবার সিরিয়ায় দূতাবাস খোলার ঘোষণা দিল কুয়েত। প্রায় আট বছর আগে এসব দেশ সিরিয়ায় সহিংসতা ছড়িয়ে পড়ার পর দামেস্কের সঙ্গে কূটনৈতিক টানাপড়েনের জের ধরে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছিল। 

নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার একটি সরকারি সূত্র শুক্রবার জানায়, কুয়েত আগামী ১০-১৪ দিনের মধ্যে দামেস্কে  কূটনৈতিক মিশনের কাজ পুনরায় শুরু করবে। 

২০১২ সালের ফেব্রুয়ারি মাসে দামেস্কে নিজের দূতাবাস বন্ধ করে দিয়েছিল কুয়েত। খবরে বলা হয়,পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ-পিজিসিসি’র অন্য সদস্য দেশগুলোর চাপের মুখে দূতাবাস বন্ধ করে কুয়েত।  

এর পরের মাসে সিরিয়াও কুয়েতে তাদের দূতাবাস বন্ধ করে দেয়। 

আরো পড়ুন: নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট শাগারি মারা গেছেন 

বাহরাইন সরকার সিরিয়ায় নিজের দূতাবাস আবার চালু করার ঘোষণা দেয়ার একই দিন কয়েক ঘণ্টা পর কুয়েতের পক্ষ থেকে দূতাবাস চালু করার ঘোষণা দেয়া হলো। তথ্য সূত্র: মিডলইষ্ট।   

ইত্তেফাক/এসআর