শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিজ্ঞানীদের কঠোর সমালোচনায় ট্রাম্প

আপডেট : ২৩ মে ২০২০, ০২:৩৬

দেশের অর্থনীতি পুনরায় চালু করতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার এই সিদ্ধান্তের বিরোধী বিজ্ঞানীদের শত্রু বলে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, এসব বিজ্ঞানী রাজনৈতিক উদ্দেশ্যে বিবৃতি দিচ্ছে। মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, আপনারা যদি একটা জরিপের দিকে তাকান তাহলে দেখবেন তারা খারাপ পরামর্শ দিচ্ছে। এটা খুবই খারাপ। তারা বয়স্ক এবং বলতে গেলে প্রায় মৃত।  

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ৯৭ হাজারের বেশি জন। করোনায়  আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। 

এদিকে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেছেন, আগামী ৮ জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইটের সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। আইন ভঙ্গ করলে ১ হাজার ২১৮ ডলার (এক লাখ ৩ হাজার ৫৬২ টাকা) জরিমানা দিতে হবে।